সিআরবি’র পটভূমি :
জাতীয় স্বেচ্ছাসেবী ভোক্তা ও মানবাধিকার সংগঠন সেলফ এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিজাইনার কে.জি.এম সবুজের সাংগঠনিক পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি। সিআরবি একটি বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন। সেলফ এইড-এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্পভূক্ত স্বতন্ত্র সংগঠন হিসাবে ১৬ অক্টোবর ২০০৭ইং সিআরবি’র প্রতিষ্টিত হয় । ভারতীয় উপমহাদেশের বরেণ্য বিপ্লবী মাষ্টারদা সূর্যসেন-এর সহযোদ্ধা ও সেলফ এইড ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারম্যান বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী’র ১২০ মোমিন রোডস্থ বাসভবন বিপ্লবী কুটিরে জনসচেতনতা ও গবেষণা মূলক এই প্রকল্প সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। তিনি সিআরবি’র প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন । প্রাথমিক ভাবে এই প্রকল্প সংগঠনটি “কনজিউমার রাইটস ব্যুরো-সিআরবি” নামে যাত্রা শুরুর হলেও পবরর্তীতে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি নামেই রূপান্তর হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী/কনজিউমার এক্টিভিস্টদের মাধ্যমে ভোক্তা অধিকারে জন-সচেতনতা ও গবেষণা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান ও ভোক্তা অধিকার আইন ২০০৯ সংস্কার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে গণ-স্বাক্ষর সংগ্রহের কাজ করছে। কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি সমাজের সর্বস্তরে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা তৈরি ও তা বাস্তবায়নে কৃত্রিম মূল্যবৃদ্ধি, ভোক্তাদের পণ্যে ভেজালের হাত থেকে রক্ষা করার জন্য একটি সামাজিক গোষ্ঠী হিসাবে কাজের সূচনা করে। সর্বস্তরে ভোক্তা ও ভাড়াটিয়া অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী হিসাবে কর্মরত। এটি সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষায় সদা সচেষ্ট।
সিআরবি’র এব্রিভিশন :
সিআরবি হলো : কনজিউমার রাইটস বাংলাদেশ। তবে সাংঠনিক ব্যাখ্যা বাংলায় : ‘কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি, ইংরেজিতে : Council of Consumer Rights Bangladesh(CRB) সংক্ষেপে সংগঠনের নাম লেখা হবে : সিআরবি/ CRB এবং আন্তর্জাতিক শাখার ক্ষেত্রে লেখা হবে : সিআরবি-ইন্টারন্যাশনাল।
সংগঠনের প্রকৃতি :
সিআরবি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন। ক্রেতা সুরক্ষার বেসরকারী উদ্যোগ বা ভলান্টরি মুভমেন্ট। স্বেচ্ছাসেবী ভোক্তা ও মানবাধিকার সংগঠন-সেলফ এইড ফাউন্ডেশনের ক্রেতা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প। এই সংগঠনটি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রকল্পের প্রতিপাদ্য :
‘ভোক্তা ও ভাড়াটিয়ার, চাই আইনী অধিকার’। প্রধান-প্রতিপাদ্য : “নিরাপদ খাদ্য নাগরিক অধিকার,বাস্তবায়নে দায় সবার”।
সংগঠন ও কর্মসূচীর পরিধি :
সমগ্র বাংলাদেশ এই সংগঠনের কর্মসূচীর আওতাভুক্ত হবে। প্রয়োজনে দেশের বাহিরেও কর্মসূচী বাস্তবায়ন করতে পারবে।
তবে এই জন্য ফাউন্ডেশন ও সংগঠনের সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।
এডমিন অফিস : ১২৪, কাজীর দেউরী সিডিএ মর্কেট, ৩য় তলা, এস.এস খালেদ রোড, চট্টগ্রাম-৪০০০। ই-মেইল : consumer.crb@gmail.com ফেসবুক পেইজ : https://www.facebook.com/vokta.adminpage, ওয়েব সাইট : https://consumerrightsbd.org মোবাইল : ০১৯১৯-৬১২০৯০, ০১৮১৯-৬১২০৯০, অফিস : ০১৫০০-৬১২০৯০, সিআরবি হটলাইন : ০৯৬৩৮৬৩৬৩১৬
প্রজেক্ট হেডকোয়াটার : # বাসা নং-৩, # ৩য় তলা, # রোড নাং-১৬, সেক্টর -১১, উত্তরা মডেল টাইন, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৬৭৩-১৭৯৯৪০।