• 01919612090
  • consumer.crb@gmail.com

১ম সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড ২০১৭

১ম সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড ২০১৭

এ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রেষ্ঠ ডাক্তার

ডাঃ নাসিম উদ্দিন চৌধুরী

ডাঃ নাসিম উদ্দিন চৌধুরী ১৯৫১ সালের ১লা নভেম্বর চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন করাচী শিক্ষাবোর্ডের অধীনে মেট্রিক ও ইন্টারমিডিয়েট পাস করেন। পরবর্তীতে ১৯৮১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম বি বি এস ডিগ্রী অর্জন করে ১৯৮২ সালে এখানেই কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন উপজেলা ও জেনারেল হাসপাতালে সফলতার সাথে তাঁর কর্মজীবন অতিবাহিত করেন । ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি আমেরিকান হাসপাতালে কাজ করেনএবং এখান থেকেই অবসরে যান। ১৯৮৬ সালে বান্দরবানে হৃদরোগ নিবারণ সংস্থা প্রতিষ্ঠা করেন।বর্তমানে তিনি দুটি চ্যারিটেবল হেল্থ কেয়ার সেন্টার পরিচালনা করছেন। একটি ধনিয়য়ালাপাড়া চ্যারিটেবল হেল্থ কেয়ার সেন্টার। অন্যটি মতিয়ারপুল গাউসিয়া কমিটি চ্যারিটেবল হেল্থ কেয়ার সেন্টার। ডবলমুরিং থানাধীন ২৩ নং ওয়ার্ডের ধনিয়ালাপাড়া চ্যারিটেবল হেল্থ কেয়ার সেন্টারটি ২০০৭ সালে চালু হয়। সদস্য সংখ্যা ১৪০জন। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি এখান থেকে রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। সমাজে যেসব গরীব, দুঃস্থ ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষ আছে তাদের সেবা দিয়ে তিনি এই চ্যারিটেবল হেল্থ কেয়ার সেন্টার দুটিকে মডেল হিসেবে দাঁড় করাতে চান।


                                                                                                 এ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রেষ্ঠ  সাংবাদিক

মুহাম্মদ সেলিম

স্টাফ রিপোর্টার

দৈনিক বাংলাদেশ প্রতিদিন

মুহাম্মদ সেলিম ২০০৪ সালের শুরুতে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকায় হাটহাজারী উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ২০০৫ সালের নভেম্বর মাসে একই পত্রিকায় চট্টগ্রাম অফিসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন। দীর্ঘ চার বছর আমাদের সময়ে কাজ করার পর যোগদান করেন দেশের প্রথম অনলাইন পত্রিকা বাংলাদেশ নিউজ এজেন্সি’তে (বিএনএ)। এরপর ২০০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বিএনএ’তে। ২০১০ এর শুরু থেকে কিছুদিন স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন এক সময়ের শীর্ষ দৈনিক ভোরের কাগজে। ২০১০ সালের জুন থেকে কর্মরত আছেন দেশের শীর্ষ পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ। সাংবাদিকতা জীবনে মুহাম্মদ সেলিম জঙ্গিবাদ ক্ষুদ্র ঋণ, অপরাধ, ভোক্তা অধিকার, জন দুভোর্গসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন। তাঁর করা রিপোর্টগুলো নিয়ে দেশের প্রখ্যাত কলামিস্ট এবং সাংবাদিক শাহরিয়ার কবির ও গ্রামীণ ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা, আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন সৌর শক্তি বিজ্ঞানী দীপাল চন্দ্র বড়ুয়া, ‘ক্যাচ দ্যা মাইক্রো ক্রেডিট’ এর পরিচালক ডেনমার্কের প্রখ্যাত সাংবাদিক টম হেনম্যান প্রশংসা করেছেন। সেলিমের ক্ষুদ্র ঋণ বিষয়ক প্রতিবেদন নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় টানা তিন কিস্তি কলাম লেখেন শাহরিয়ার কবির। লেখাগুলোতে তাঁর রিপোর্টগুলোর প্রশংসা করা হয়েছে।


এ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক

মাইকেল কলিন রোজারিও :

মাইকেল কলিন রোজারিও চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার এলাকায় জন্ম নেন ১৯৭৮ সালের ১৩ই অক্টোবর। তিনি ১৯৯৫ সালে সেন্ট প্লাসিড’স উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কস সহ প্রথম শ্রেণিতে এস.এস.সি. পাশ করেন এবং ১৯৯৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ের উপর ¯œাতক এবং ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি সহকারী শিক্ষক হিসেবে সেন্ট প্লাসিড’স উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি সেন্ট স্কলাস্টিকাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ পাঁচ বছর তিনি সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি মহিলা কলেজ চট্টগ্রাম -এ ইংরেজী বিষয়ে প্রভাষক পদে যোগদান করেনএবং বর্তমানে এখানেই কর্মরত আছেন। তিনি অত্র কলেজের ছাত্রীদের দেয়া গোপন ভোটে পর পর দুই বছর ‘প্রিয় শিক্ষক’ নির্বাচিত হন।


এ্যাওয়ার্ড প্রাপ্ত খাদ্য ব্যবসায়ী

আশুতোষ মহাজন

আশুতোষ মহাজন চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী অখিল মহাজন বাড়িতে ১০ই মে ১৯৬৮ইং  রোজ বুধবার জন্ম গ্রহণ করেন। পিতা মন্টু মহাজন মাতা বাসনা মহাজনের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। নগরীর বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে ২৫ বছর  যাবৎ  সুনামের  সাথে  ডাল  ব্যবসায়  সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি খাতুনগঞ্জস্থ মেসার্স  পায়েল ট্রেডার্সের স্বত্বাধিকারী হিসাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি  ডাল মিল  ব্যবসায়ি  সমিতির  দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির উপদেষ্টা হিসাবে রয়েছেন। খাতুনগঞ্জস্থ শাপলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি হিসাবে দায়িত্বে আছেন। ধর্মীয়  সংগঠনের মধ্যে খাতুনগঞ্জস্থ  রাধা কৃষ্ণ মন্দিরের সহ-সভাপতি পদে রয়েছেন। জন্মভূমি রাউজানের শ্রী শ্রী রঘুনন্দন স্মৃতিসৌধ পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে ও পশ্চিম গুজরা  জাগরণী যুব সংঘ ও শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি পদে রয়েছেন । এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অসংখ্য প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পারিবারীক জীবনে তিনি দুই মেয়ে এক ছেলের পিতা। সহধর্মিনী চুমকী মহাজন একজন সমাজসেবী।


সম্মাননা প্রাপ্ত

শ্রেষ্ঠ  কনজিউমার এক্টিভিস্ট (সংগঠক)

রোকসানা আক্তারুন্নবী নোয়াখালী জেলার কবীরহাট থানার নলুয়া গ্রামে ১৬ডিসেম্বর ১৯৭৬ইং জন্ম গ্রহণ করেন। তিনি ভূঁইয়ার হাট ভূঁইয়া বাড়ির সুজায়েত হোসেন ভূঁইয়ার বড় ছেলে নুরুন্নবী ভূঁইয়ার ছয় ছেলে মেয়ের মধ্যে প্রথন সন্তান । মাতা রৌশন আরা বেগম। সমাজ ব্যবস্থা অনুন্নত থাকায় এস.এস.সি পাশ করার আগে অল্প বয়সে বিয়ের  পিঁড়িতে বসতে হয়। দুই কন্যা সন্তানের এই জননী সংসার সামলানোর পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান। পরবর্তীতে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হস্তশিল্প প্রশিক্ষন নিয়ে নারী উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রতিষ্ঠানের নাম স্বপ্নের নীড় হস্ত ও কুটিরশিল্প । কাজ করবার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।শতরূপা/সেল্ফ এইড-এ তিনি প্রশিক্ষণ সমাপ্ত করে পরবর্তীতে প্রশিক্ষক হিসাবে যোগদান করেন ২০০১সালে। সেই থেকে এখনো তিনি এই সংস্থায় কর্মরত আছেন। সংস্থার উদ্যোগে  বাংলাদেশ ভোক্তা অধিকার কমিশন প্রকল্প চালু হলে তিনি তাতে যোগদান করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর -এর সদস্য । বিগত মার্চ ২০১৬ইংএর অনুষ্ঠান সফল ভাবে তার তত্ত্ববধানে সম্পন্ন হয় এবং কনজিউমার এ্যাওয়ার্ড-২০১৬-অনুষ্ঠানের জন্য অদ্যাবধি নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি স¦প্নের নীড় সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, স্বত্ত্বাধীকারী রমনীয়া হোম মেইড, বাঁশ বেত পাটিশিল্প ফাউন্ডেশনের পরিচালক, পরিচালক স্কাইটাস হ্যান্ডিক্রাফট, সমতা মহিলা উন্নয়ন সংস্থার মহিলা সম্পাদক, ক্যাব সভাপতি খুলশী থানা, বর্ণালী প্রকল্প সম্পাদক, যুব সংগঠন ফেডারেশন -এর যুব সম্পাদক, আইন সহায়তা কেন্দ্র আসক-এর মহিলা সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ মহিলা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।