Notice of dissolution of convening committee of Madarganj upazila branch of Jamalpur district
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্তি’র নোটিশ
সাংগঠনিক বিজ্ঞপ্তি
তারিখ : ০৬/০৭/২০২৩ইং
স্মারক নং-প্রশা/প/সিআরবি-৪৫০/৭
এতদ্বারা ভলান্টারি মুভমেন্ট : কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৪/০৫/২০২৩ইং তারিখে মোঃ হিবাতুল্লাহ’কে আহ্বায়ক করে নিম্ন লিখিত স্মারক নাম্বারে : প্রশা/প/সিআরবি-৪২৫/৫, ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু বিগত ২মাস সময়ের মধ্যে আহ্বায়ক কমিটির শপথ গ্রহণ সহ কোন সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়ন করতে সমর্থ হননি। সাংগঠনিক কর্মসূচীর বিষয়ে একাধিক বার প্রতিশ্রুতি প্রদান করার পরও কোন প্রকারের সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন করতে পারেন নি। সেই পরিপ্রেক্ষিতে অদ্য ০৬/০৭/২০২৩ইং রোজ বৃহস্পতিবার নিম্ন লিখিত স্মারকে মাদারগঞ্জ উপজেলা শাখার (স্মারক নং-প্রশা/প/সিআরবি-৪৫০/৭) আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হল। সেই সাথে উক্ত উপজেলা শাখা কমিটি পূণর্গঠনের বিজ্ঞপ্তি ঘোষণা করা হল ।
মাদারগঞ্জ উপজেলা শাখার পূণর্গঠিত অর্থাৎ নতুন কমিটিতে বিলুপ্ত হওয়া কমিটির সদস্য অংশগ্রহণ করতে পারলেও বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক মোঃ হিবাতুল্লাহ আগামী ২বছর সিআরবির কোন শাখা কমিটি বা উপকমিটির সদস্য হতে পারবেন না।
মাদারগঞ্জ উপজেল শাখা পূণর্গঠনে আগ্রহী পুরাতন এবং নতুন কনজিউমার এক্টিভিস্টদের কাছ থেকে সংগঠনের নির্ধারিত মনোনয়ন ফরমের মাধ্যমে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটির মনোনয়ন পত্র জমা দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে।
সংগঠনের পক্ষে
ডিজাইনার কে জি এম সবুজ
মহাসচিব, কনজিউমার রাইটস-সিআরবি
প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী- সেলফ এইড ফাউন্ডেশন