• 01919612090
  • consumer.crb@gmail.com

Lohagara Upazila branch president Md. Samshul Alam Rana’s president post and general membership cancellation notice

 

সাংগঠনিক-বিজ্ঞপ্তি সূত্র

 

সূত্র : স্মারক নং-প্রশা/প/সিআরবি-৪৫১/৭                                                                                                                                                                       তারিখ : ০৬/০৭/২০২৩ইং

 

বিষয় : লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ সামশুল আলম রানা’র সভাপতি পদ ও সংগঠনের সাধারণ সদস্যপদ বাতিলের বিজ্ঞপ্তি।

 

    এতদ্বারা ভলান্টারি মুভমেন্ট : কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র  চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৪/০৪/২০২৩ইং তারিখে মোঃ সামশুল আলম রানা’কে সভাপতি করে নিম্ন লিখিত স্মারক নাম্বারে : প্রশা/প/সিআরবি-৪১০/৪, ৭ সদস্য বিশিষ্ট সংক্ষিপ্ত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কামাল উদ্দিন ও দক্ষিণ জেলার শাখার ১ম সহ-সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমানের বিশেষ অনুরোধে এই কমিটি ঘোষণা করা হয়েছিল।  কিন্তু তিনি বিগত ৩মাস সময়ের মধ্যে কমিটির সদস্যদের শপথ গ্রহণ সহ কোন সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়ন করতে সমর্থ হননি। সাংগঠনিক কার্যক্রমে তাঁর কোন আগ্রহ পরিলক্ষিত হয় নি। আমরা খোঁজ নিয়ে জানতে পারি তিনি সামজিক অপরাধের সাথে সম্পৃক্ত এবং চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে শর্তে তাঁকে কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল তাও তিনি ভঙ্গ করেছেন সাতকানিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদের অর্থায়নে লোহাগাড়া উপজেলার আয়োজিত ইফতার মাহফিলে।তিনি সংগঠন বিরুদীদের অনুষ্ঠানে আমন্ত্রণ করেন এবং বক্তিতা করার সুযোগ দেন। দায়িত্ব পালন ও প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতা এবং সততার অভাবের কারণে অদ্য ০৬/০৭/২০২৩ইং নিম্ন লিখিত স্মারকে লোহাগাড়া উপজেলা শাখার মোঃ সামশুল আলম রানা’র সভাপতি পদ ও সংগঠনে তাঁর সাধারণ সদস্যপদ বাতিল করা হল। (স্মারক নং-প্রশা/প/সিআরবি-৪৫১/৭)।

লোহাগাড়া উপজেলা শাখায় সিআরবি’র সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে শাখায় নতুন সভাপতি নির্বাচনের প্রার্থীর মনোনয়নের ঘোষণা দেওয়া হল। শাখার সদস্য ও নতুন কনজিউমার এক্টিভিস্টদের মধ্য থেকে আগামী ৭ দিনের মধ্যে শাখার সভাপতি নির্বাচন করা হবে।

সংগঠনের পক্ষে

শুভেচ্ছা সহ

ডিজাইনার কে জি এম সবুজ 

মহাসচিব, কনজিউমার রাইটস-সিআরবি
প্রধান নির্বাহী, সেলফ এইড ফাউন্ডেশন

অনুলিপি :
শাখা সম্প্রসারণ দপ্তর, সিআরবি
শাখার নিরীক্ষণ (মনিটরিং) দপ্তর, সিআরবি
চেয়ারম্যান, সিআরবি। (সেল্ফ এইড ফাউন্ডেশন)
সভাপতি,  চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক শাখা
সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটি
বি: দ্র: ওয়েবসাইটের অফিসিয়াল অর্ডারের লিংক কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে না।