Application regarding cancellation of validity period for recharges other than SIM activation recharges and protection of customer rights.
সিম একটিভেশন রিচার্জ ব্যতীত অন্যান্য রিচার্জে মেয়াদ নির্ধারণ বাতিল ও গ্রাহক অধিকার সুরক্ষা সংক্রান্ত আবেদন।
সিআরবি কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কমিশনের আবেদন
শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক একক এবং যৌথ স্বাক্ষরে আবেদন করতে পারবেন। তবে তা নিজ শাখার প্যাডে লিখতে হবে।
বিটিআরসি কর্মকর্তার কাছে আবেদন পত্র হস্তান্তর করছেন সিআরবি’র শীর্ষ নেতৃবৃন্দ

বাম থেকে : জনাব মো: আব্বাস উদ্দীন ধ্রুব-নির্বাহী সদস্য, সেলফ এইড চেয়ারম্যান-আ. হ. ম. কামরুজ্জামান চৌধুরী, সিআরবি’র মহাসচিব-ডিজাইনার কে জি এম সবুজ, জাতীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব-অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম ও বিটিআরসি ডেপুটি এসিসটেন্ট ডিরেক্টর মো: পিয়ারুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। তারখি : ০৯অক্টোবর ২০২৫ইং, বিটিআরসি ভবন, আগারগাঁও, ঢাকা।
সংবাদের ভিডিও