• 01919612090
  • consumer.crb@gmail.com

সংগঠনের ইতিহাস

জাতীয় স্বেচ্ছাসেবী ভোক্তা ও মানবাধিকার সংগঠন সেলফ এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিজাইনার কে.জি.এম সবুজের সাংগঠনিক পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি। সিআরবি একটি বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন। সেলফ এইড-এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্পভূক্ত সতন্ত্র সংগঠন হিসাবে ১৬ অক্টোবর ২০০৭ইং সিআরবি’র প্রতিষ্টিত হয় ।প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী/কনজিউমার এক্টিভিস্টদের মাধ্যমে ভোক্তা অধিকারে জন-সচেতনতা ও গবেষণা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান ও  ভোক্তা অধিকার আইন ২০০৯ সংস্কার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে গণ-স্বাক্ষর সংগ্রহের কাজ করছে। কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি সমাজের সর্বস্তরে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা তৈরি ও তা বাস্তবায়নে কৃত্রিম মূল্যবৃদ্ধি, ভোক্তাদের পণ্যে ভেজালের হাত থেকে রক্ষা করার জন্য একটি সামাজিক গোষ্ঠী হিসাবে কাজের সূচনা করে। সর্বস্তরে ভোক্তা ও ভাড়াটিয়া অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী হিসাবে কর্মরত। এটি সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষায় সদা সচেষ্ট।

 

Background of CRB:
Council of Consumer Rights Bangladesh-CRB was established in the organizational plan of designer KGM Sabuj, the founder of the national voluntary consumer and human rights organization Self Aid Foundation. CRB is a non-governmental, non-political, non-profit and voluntary consumer rights organization. CRB was established on October 16, 2007 as an independent organization with consumer rights awareness and research projects of Self-Aid. Since its inception, consumer rights awareness and research activities are being conducted through volunteers/consumer activists. Working on petitions to reform the Food Safety and Consumer Rights Act 2009 and establish a Ministry of Consumer Rights Protection. Council of Consumer Rights Bangladesh-CRB initiates work as a social group to create awareness and implement the Consumer Rights Act at all levels of society to protect consumers from artificial price hike, adulteration of products. Devoted to consumer and tenant rights at all levels, working as a volunteer. It always strives to protect social, economic, health and consumer rights and interests.