BSTI approved products reduce weight and prevent counterfeit products and apply for consumer protection.

বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভোক্তা সুরক্ষার আবেদন।

সিআরবি কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত

বিএসটিআই এর আবেদনের তথ্য ও নমুনা

শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক একক এবং যৌথ স্বাক্ষরে আবেদন করতে পারবেন। তবে তা নিজ শাখার প্যাডে লিখতে হবে।

 

বিএসটিআই কর্মকর্তার কাছে আবেদন পত্র হস্তান্তর করছেন সিআরবি’র শীর্ষ নেতৃবৃন্দ

বাম থেকে : জনাব মো: আব্বাস উদ্দীন ধ্রুব-নির্বাহী সদস্য,  সিআরবি’র মহাসচিব-ডিজাইনার কে জি এম সবুজ, সেলফ এইড চেয়ারম্যান-আ. হ. ম. কামরুজ্জামান চৌধুরী, জাতীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব-অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম ও বিএসটিআই পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। তারখি : ০৯অক্টোবর ২০২৫ইং,মান ভবন, ঢাকা।

সংবাদের ভিডিও