• 01919612090
  • consumer.crb@gmail.com

CRB Authorized Member/Consumer Activist Registration Form

সিআরবি’র অনুমোদিত সদস্য/ কনজিউমার এক্টিভিস্ট রেজিস্ট্রেশন ফরম

 ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট-সিআরবি’র সকল শাখার জন্য প্রযোজ্য

সিআরবি পেমেন্ট গেটওয়ে : ভিডিও টিউটরিয়াল

সদস্য ফরম সংক্রান্ত নোট  : সদস্য ফরম হবে ছোট সাইজের অর্থাৎ A4 পেপারে হবে ২টি ফরম। সিঙ্গেল ফরম সাইজ হবে সাড়ে ৫ইঞ্চি x ৯ ইঞ্চি। আমাদের দেওয়া ফরমটি কম্পিউটার থেকে ১কপি সাদাকালো প্রিন্ট করুন।তারপর কম্পিউটার প্রিন্ট কপি থেকে ফটোকপি করে মাঝখানের ডট লাইনে কেটে নিন। কম্পিউটার থেকে প্রিন্ট নেওয়া কপিটি সংরক্ষণ করুন পরবর্তী সদস্যদের প্রয়োজনে। এবার প্রত্যেক সদস্যকে সদস্য ফরম প্রদান করুন এবং নিজ হাতে ফরম ফিলাপে উৎসাহিত করুন। প্রতিটি ফরমের সাথে সদস্যের ছবি ও এনআইডির ফটোকপি যুক্ত করুন। মনে রাখবেন সদস্য ফরম বড় হলে তা সংরক্ষণ ও অটো মেশনে বা সার্ভারে আপলোড অসুবিধা হয়। সদস্য ফরম সংক্রান্ত বিষয়টি বুঝতে অসুবিধা হলে কথা বলুন।

 

কে ক্রেতা সুরক্ষা কর্মী বা কনজিউমার এক্টিভিস্ট ?

যে সামাজিক অপরাধে সম্পৃক্ত নয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিজের সৎ উপার্জিত অর্থের কিছু অংশ ও সময় ব্যয় করে ভোক্তা অধিকার অর্জনে মানুষকে সচেতন করতে কাজ করেন এবং অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তিনিই  ক্রেতা সুরক্ষা  কর্মী বা কনজিউমার এক্টিভিস্ট।
ভোক্তা অধিকার সার্বজনীন অধিকার, তবে সদস্য হওয়া এবং নেতৃত্ব প্রদানের সুযোগ সবার জন্য উন্মক্ত নয়।