সিআরবির মাদার ওরগানাইজেশন “সেলফ এইড” এর কার্যক্রম ও অগ্রযাত্রা
সেলফ এইড- (শ’তরূপা এন্টারপ্রেনার লার্নিং ফান্ড-সেলফ এইড) স্বেচ্ছাসেবী জাতীয় মানবাধিকার সংস্থা। ডিজাইনার কে জি এম সবুজের সাংগঠনিক পরিকল্পনায় ১৪মার্চ ১৯৯২সালে পরিকল্পা হয় মৌলবী বাজার জেলার কুলাউড়া উপজেলার মনরাজ গ্রামে এবং ২০আগস্ট ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম শহরের ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের ব্যাটারী গল্লিস্থ নেভী ভবনে। মিসেস নিলুফার বানুসহ অসখ্য নিবেদিত প্রাণ মানুষের নিরলস প্রচেষ্টায় স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ‘সেল্ফ এইড’ (Self Aid) জাতিসংঘ মানবাধিকার সনদ (Bill of Rights) এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। মানুষের অর্থনৈতিক মানবাধিকার ও ভোক্তা অধিকার বাস্তবায়নেরে নিরলস ভাবে কাজ করছে। বৃটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা র্সূযসেনের সহযোদ্ধা ও সেল্ফ এইড’র প্রয়াত চেয়ারম্যান বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী সমাজ সেবায় অনন্য অবদানের জন্য সংগঠনের ২০০০ সালে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতা পদক অর্জন করেন। তাঁর নেতৃত্বে ‘সেল্ফ এইড’ প্রশিক্ষণ ও শিল্প সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে মানুষের অথনৈতিক অধিকার, মানবাধিকার ও ভোক্তা অধিকার এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির সহায়ক সংগঠন হিসাবে ব্যাপক সফলতা অর্জন করে। যুব উন্নয়নে অনন্য অবদানের জন্য ২০০২ সালে দেশের শীর্ষ সংগঠন হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান ও সম্মাননা লাভ করে।
‘সেলফ এইড” ইতি মধ্যে ইউনিসেফ, ইউ.এন.ডি.পি, এ্যাকশনএইড, মুসলিমএইড, চট্টগ্রাম সিটি কপোরেশন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড, বান্দরবান জেলা পরিষদসহ বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা এবং জাতীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার উন্নয়ন সহযোগী সংগঠন হিসাবে কাজ করার গৌরব অর্জন করেছে। সংগঠন ইনকাম জেনারেটিং প্রশিক্ষণ ও কারিগরী সহায়তার প্রকল্প চালুর মাধ্যমে সংগঠনিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট । এই প্রতিষ্ঠানটি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং শিল্প মন্ত্রনালয় ভুক্ত বিসিক-এর অনুমোদিত ও স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠেনের অন্যান্য প্রকল্প সমূহ
১) প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (শতরূপা ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্র)।
২) ক্ষুদ্র শিল্প সম্প্রসারণ প্রকল্প (সেলফ মাইক্রো ইন্ডাষ্ট্রিজ ডেভেলপমেন্ট প্রজেক্ট-(Smidp)
৩) ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা কার্যক্রম (কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি প্রকল্প)
৪) আইন সহায়তা প্রকল্প (সেলফ লিগ্যাল এইড)।
৫) প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সহায়তা প্রকল্প (self Host bd.com)
৬) নারী উদ্যোক্তা সহায়তা প্রকল্প (সেলফ উাম্যিান এন্টারপ্রাইজ এক্সটেনশন প্রজেক্ট-sweep)
৭) সদস্য ভিত্তিক খাদ্য নিরাপত্তা প্রকল্প। (কারু সংঘ, কারুশিল্প পণ্য বিপনণ সহায়তা মূলক সামাজিক ব্যবসা প্রকল্প)