Public awareness miking by CRB branch committee
সিআরবি শাখা কমিটির জনসচেতনতা মূলক মাইকিং
মাইকিং ”
১) প্রিয় এলাকা বাসী, ক্রেতা সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। এতদ্বারা সকল ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজ নিজ দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করুন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা দ-নীয় অপরাধ। এই অপরাধের জন্য অনুর্ধ্ব এক বছরের কারা দণ্ডবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ডবা উভয় দণ্ড হতে পারে। তাই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ করুন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ী ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। সে সাথে স্থানীয় ভোক্তা সাধারণের প্রতি আহ্বান, মূল্য তালিকা বিহীন, অসাধু ও মজুতদার ব্যবসায়ী সম্পর্কে স্থানীয় প্রশাসককে অবহিত করুন বা সিআরবি’র স্থানীয় কমিটিকে তথ্য দিন। সর্বক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। এই দেশ আপনার, আমার, সবার। তাই ভোক্তা অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সংগঠনের পক্ষে
মো: আবু ওবাইদা-আল-মাহাদী, সভাপতি, সিআরবি, ভেড়ামারা উপজেলা শাখা, কুষ্টিয়া।
——————————————————————————————————————————————————————————————————————
মাইকিং ”
২) প্রিয় এলাকা বাসী ,ক্রেতা সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। এতদ্বারা বেকারী সহ সকল পণ্য উৎপাদক ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পণ্য মোড়ক জাত করার সময় মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণের্য ওজন, পরিমাণ, উৎপাদন, ব্যবহার বিধি, সর্ব্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা রয়েছে । যা অমান্য করা দ-নীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী উল্লেখিত অপরাধের শাস্তি : অনুর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তাই খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, পণ্যের মোড়কের গায়ে ওজন, পরিমাপ, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিক্রয় মূল্য না থাকলে সে সব পণ্য বিক্রয় থেকে বিরত থাকুন। এতে ভোক্তারা যেমন ভেজাল পণ্যে প্রতারিত হওয়ার ঝুঁকি মুক্ত থাকবে তেমনি বিক্রেতা হিসাবে আপনিও আইনগত শাস্তির হাত থেকে রক্ষা পাবেন। এলাকার ভোক্তা সাধারণের প্রতি আহ্বান; ওজন, পরিমাপ, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিক্রয় মূল্য ব্যতিত পণ্য কোনো দোকানে বিক্রয় করা হলে তার তথ্য স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। জন-সচেতনতার স্বার্থে পণ্যের ছবি এবং দোকানের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভেজাল ও নকল পণ্য বিক্রয় বন্ধ হবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।
সংগঠনের পক্ষে
মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, সিআরবি, ভেড়ামারা উপজেলা শাখা, কুষ্টিয়া।
——————————————————————————————————————————————————————————————————————
মাইকিং ”
৩) প্রিয় এলাকাবাসী ভোক্তা অধিকার আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। এতদ্বারা সকল ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজ নিজ দোকানে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য, ঔষধ বা সেবা বিক্রয়ের প্রস্তাব করা দ-নীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী এই অপরাধের শাস্তি: অনুর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। তাই নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য, ঔষধ বা সেবা বিক্রয়ের প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। সেই সাথে স্থানীয় ভোক্তা সাধারণের প্রতি আহ্বান, যারা নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করছেন সে সব অসাধু ব্যবসায়ী সম্পর্কে স্থানীয় প্রশাসককে অবহিত করুন বা সিআরবি’র স্থানীয় কমিটিকে তথ্য দিন। তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। ঐক্য হলে জনতার হবে।
সংগঠনের পক্ষে
মো: আবু ওবাইদা-আল-মাহাদী, সভাপতি, সিআরবি, ভেড়ামারা উপজেলা শাখা, কুষ্টিয়া।
——————————————————————————————————————————————————————————————————————
মাইকিং ”
৪) প্রিয় এলাকা বাসী ক্রেতা সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। এতদ্বারা সকল ব্যবসায়ী ও খামারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোন দ্রব্য, যা আইন ও বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে যেমন: ফরমালিন, হাইড্রোজ, কার্বাইড সহ সবজি এবং ফলে ব্যবহৃত নানাবিধ ক্ষতিকর দ্রব্য খাদ্যপণ্যে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী উল্লেখিত অপরাধের শাস্তি : অনুর্ধ্ব তিন বছরের কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তাই কৃষিপণ্যের উৎপাদক ও ব্যবসায়ীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ কৃষিজাত ও অন্য যে কোন খাদ্যপণ্যে পণ্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ থেকে বিরত থাকুন। খাদ্যে ক্ষতিকর ভেজাল দ্রব্য মিশ্রণের কারণে প্রতিনিয়ত মানুষ ডায়বেটিস, ক্যানসার, কিডনি রোগ সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তাই অকাল মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
মানুষের জীবন বিপন্ন করে অর্থ উপার্জন কোন ব্যবসা হতে পারে না। আসুন এই মানবতাবিরোধী এই মৃত্যু বণিকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। সেই সাথে স্থানীয় ভোক্তা সাধারণের প্রতি আহ্বান, আপনার চারপাশে যারা এমন ক্ষতিকর ব্যবসার সাথে যুক্ত তাদের তথ্য স্থানীয় প্রশাসককে অবহিত করুন বা সিআরবি’র স্থানীয় কমিটিকে তথ্য দিন। তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। ঐক্য হলে জনতার হবে।
সংগঠনের পক্ষে
মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, সিআরবি, ভেড়ামারা উপজেলা শাখা, কুষ্টিয়া।
——————————————————————————————————————————————————————————————————————
মাইকিং ”
৫) প্রিয় এলাকা বাসী, ক্রেতা সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। এতদ্বারা সকল ভোক্তা সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স বিহীন অবৈধ দোকান থেকে পণ্য ও ঔষধ ক্রয় থেকে বিরত থাকুন। কারণ সিআরবি’র বিগত ১৭ বছরের বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে লাইসেন্স বিহীন অবৈধ ব্যবসায়ীরা নকল, ভেজাল, মজুতদারীর, ঔষধ ও পণ্য মূল্য বৃদ্ধি সহ ভোক্তা অধিকার লুণ্ঠনের মত বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এসব অবৈধ ব্যবসায়ীদের কারণে “সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ হচ্ছে নিঃস্ব”। তাই দেশ প্রেমিক একজন সচেতন ভোক্তা হিসাবে দেশ ও দেশের মানুষের কল্যাণে অবৈধ ব্যবসায়ীদের সামাজিক ভাবে বয়কট করুন।
দেশের বাজারে পণ্য বেচা-কেনা হবে উৎপাদন ও আমদানী মূল্যের উপর ভিত্তি করে। সরবরাহ এবং মজুতের উপর ভিত্তি করে নয়। কারণ সরবরাহ ও মজুতের ঘাটতি দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা মোবাইলের সংবাদের ভিত্তিতে পণ্য মূল্য বৃদ্ধি করে থাকেন। তাই পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে এক্যবদ্ধ ভাবে দোকানীর কাছে পণ্যের ক্রয় রশিদ দেখাতে উদ্যোগ নিন। অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিবাদের উদ্যোগ নিন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। সচেতন ভোক্তাগন নিজ নিজ এলাকায় উৎপাদিত ও আমদানীকৃত পণ্যের ব্যয়ের তথ্য স্থানীয় সরকার সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করে তা অনলাইনে প্রকাশ করার আহ্বান জানানো যাচ্ছে। এতে অবৈধ ব্যবসায়ীদের দৌরাত্ম কমে আসবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।
সংগঠনের পক্ষে
মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, সিআরবি, ভেড়ামারা উপজেলা শাখা, কুষ্টিয়া।
——————————————————————————————————————————————————————————————————————
মাইকিং ”
৬) আগামী ১৫ই মার্চ বিশ্ব-ভোক্তা অধিকার দিবস ২০২৫ সফল হোক। বিশ্ব-ভোক্তা অধিকার দিবসে আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। ভোক্তা অধিকার দিবসে সিআরবি’র প্রকাশিত স্মারক গ্রন্থের শিরোনাম “যুগোপযোগী ঘর ও পরিবহণ ভাড়া নির্ধারণ নীতিমালা প্রণয়নের দাবী” বাস্তবায়নে দেশ ব্যাপী ভোক্তা অধিকার দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। “এক দেশ এক ভাড়া, ট্রাক চলবে দালাল ছাড়া”
কারণ দেশে “যুগোপযোগী ঘর ও পরিবহণ ভাড়া নির্ধারণ নীতিমালা না থাকায় ব্যবসা পরিচলনায় অফিস, দোকান, কুরিয়ার ও ভাড়া এবং পণ্য পরিবহন ভাড়ায় প্রতিনিয়ত ক্ষতির সম্মূখীন হচ্ছে ব্যবসায়ী ও ভোক্তা সমাজ। মানুষের মৌলিক অধিকার বাসস্থানের ভাড়ায়ও চলছে চরম নৈরাজ্য। তাই দোকান, বাসা, কুরিয়ার ও গাড়ি ভাড়ার অস্বচ্ছতা এখন হয়রানীতে রূপান্তরিত হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এর সংস্কার জরুরী।
বিশ্ব-ভোক্তা অধিকর দিবসে এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর’ আশাকরি এর বাস্তবায়নে ভোক্তা অধিকার আরেও বেশী টেকসই হবে।
সেই সাথে দেশের একজন সচেতন নাগরিক ও ভোক্তা হিসাবে আমাদের নিজেদের অধিকার সুরক্ষায় আপনার সহযোগিতা, সমর্থন ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।
মো: আবু ওবাইদা-আল-মাহাদী
সভাপতি, সিআরবি, ভেড়ামারা উপজেলা শাখা, কুষ্টিয়া।